ডিআরইউ সভাপতি রফিকুল, সা. সম্পাদক রিয়াজ





রফিকুল ইসলাম আজাদ (বাঁয়ে) ও রিয়াজ চৌধুরীঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী। ভোটগ্রহণ শেষে শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল ও রিয়াদ উদ্দিন চৌধুরী।



নির্বাচনের ফলতারা জানান, রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। ৫৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম পেয়েছেন ৫৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাবিবুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৬২৬ ভোট।
নির্বাচনের ফলএছাড়া, সহ-সভাপতি পদে নজরুল কবীর, যুগ্ম সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এমএইচ আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মাইনুল আহসান, এসএম মিজান আহমেদ, মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান মজুমদার, মুরাদ হোসেন ও সায়ীদ আবদুল মালিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকবেন।