ঢাবিতে বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব ২ ডিসেম্বর

পোস্টারঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে ১৫টি চলচ্চিত্র দেখানো হবে।

সংগঠনটির প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘ইউরোপীয় ইউনিয়ন’ ও ‘আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম), বাংলাদেশ’ এ উৎসবের আয়োজন করেছে।

অভিবাসন ক্ষেত্রের নানা দিক তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সাল থেকে আইওএম ও জাতিসংঘ অভিবাসন সংস্থা বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব (জিএমএফএফ) আয়োজন করছে। এ বছর, বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার বা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের ৬০০টিরও বেশি চলচ্চিত্র এ উৎসবে জমা পড়ে। এর মাঝে বিচারক পরিষদ নির্বাচিত ৩০টি চলচ্চিত্র পৃথিবীর ১০০টি দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকায় নির্বাচিত ১৫টি চলচ্চিত্র প্রর্দশিত হবে।