সংগঠনটির প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‘ইউরোপীয় ইউনিয়ন’ ও ‘আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম), বাংলাদেশ’ এ উৎসবের আয়োজন করেছে।
অভিবাসন ক্ষেত্রের নানা দিক তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সাল থেকে আইওএম ও জাতিসংঘ অভিবাসন সংস্থা বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব (জিএমএফএফ) আয়োজন করছে। এ বছর, বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার বা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের ৬০০টিরও বেশি চলচ্চিত্র এ উৎসবে জমা পড়ে। এর মাঝে বিচারক পরিষদ নির্বাচিত ৩০টি চলচ্চিত্র পৃথিবীর ১০০টি দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকায় নির্বাচিত ১৫টি চলচ্চিত্র প্রর্দশিত হবে।