বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

গণস্বাক্ষর কর্মসূচিবিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন তারা।

ওই সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে চাচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনা করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, জনগণের মতামত তুলে ধরতে আজকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য কাজী আমান উল্যাহ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।