গঠনতন্ত্র তৈরিতে দেশব্যাপী ‘জন আকাঙ্ক্ষার’ কর্মশালা

চট্টগ্রামে জন আকাঙ্ক্ষার কর্মশালায় নেতারানতুন দলের গঠনতন্ত্র তৈরি করতে দেশব্যাপী শুভানুধ্যায়ী-কর্মী ও নেতাদের নিয়ে কর্মশালা করছে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’। গত কয়েক মাস ধরে জামায়াত থেকে বহিষ্কৃত মুজিবুর রহমান মনজুর নেতৃত্বে রাজধানী ঢাকা, বগুড়া, নাটোর ও সিলেটসহ বিভিন্ন জেলায় কর্মশালা সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামেও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সমন্বয়ক মুজিবুর রহমান মনজু বাংলা ট্রিবিউনকে জানান,শনিবার চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনায়েত উল্লাহ পাটোয়ারীসহ অনেকে অংশ নেন।

কর্মশালায় সোলায়মান চৌধুরী বলেন, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্ব ও ব্যবস্থাপনায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায্যের ভিত্তিতেই বাংলাদেশের জন্ম হয়েছিল। এই প্রজন্মকে নতুন করে সে অঙ্গীকার ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যেই কাজ করছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ।’

কর্মশালায় সংগঠনের সমন্বয়ক মুজিবুর রহমান মনজু বলেন, ‘জন আকাঙ্ক্ষা নতুন ধারার রাজনীতির উত্থান ঘটাতে চায়। এই ধারা জনগণের অধিকারকে দলের নীতি ও কর্মসূচি বানাবে।’