রুম্পা হত্যা মামলা: আটক ১

রুবাইয়াত শারমিন রুম্পাস্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় আব্দুল রহমান সৈকত নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এই তথ্য জানান ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।
রমনা থানা সূত্রে জানা গেছে, সৈকতের সঙ্গে রুম্পার সম্পর্ক ছিল, যা এ বছরের শুরুতে হয়। আবার সৈকতের অনাগ্রহের কারণে মার্চের শেষ দিকে সম্পর্কটা ভেঙে যায়। এরপর থেকে রুম্পা বহুবার সৈকতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে সম্পর্কে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু সৈকত তাকে ফিরিয়ে দিয়েছেন।
রুম্পা গত বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন সন্ধ্যা ৫টার দিকে। আর রাত পৌনে ১১টার দিকে বাসা থেকে আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি ভবনের যেকোনও একটি থেকে পড়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে রুম্পাকে কেউ নিচে ফেলে হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এখনও এই প্রশ্নের উত্তর মেলেনি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।