চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অনশন

222সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে গণঅনশন করছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। গত শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করছে তারা।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পরিষদটির সদস্যরা অনশন পালন করছেন। এসময় ছাত্রকল্যাণ পরিষদের সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে চাকরির বয়সসীমা নিয়ে যে ওয়াদা ছিল, তা বাস্তবায়ন করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে অবিলম্বে সার্কুলার দিতে হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির বিজ্ঞপ্তিতে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আবেদন ফি চাওয়া হয়। একজন বেকার শিক্ষার্থীদের পক্ষে এত টাকা দেওয়া কষ্টকর।’ এজন্য পরীক্ষার ফি কমানোর দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের চার দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাবো।’
দাবিগুলো হচ্ছে— চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করতে হবে, আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে আনতে হবে, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।