মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

মিউচ্যুয়াল ট্রান্ড ব্যাংকপাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার (প্রিভিলেজ সেন্টার) সাবেক অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সেন্টার ম্যানেজার জাহিদ সারোয়ার ও তার স্ত্রী ফারহানা হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর থেকে গত বছরের ১৯ অক্টোবরের মধ্যে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটে। আসামিদের বিরুদ্ধে প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী জামান (হিসাব নম্বর ০০৩৪-০৪৩০০০২৬৫০) ও তার বেয়ারার মো. ইশতিয়াক হোসেন তালুকদারের সই জাল করে টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে এজাহারে।
দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি করা হয়েছে।