সুপ্রিম কোর্টের তিন ফটকে মোটরসাইকেলে আগুন

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টের তিনটি ফটকের প্রত্যেকটির সামনেই একটি করে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কেউ মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে পুলিশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম গেটের ফটকের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছিল। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

শাহবাগ থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগার পর কেউ গাড়িগুলোর মালিকানা দাবি করেননি, যা সন্দেহজন। মনে হচ্ছে এটি সন্ত্রাসী কার্যক্রম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হবে।’