ইতালিতে মহিলা সংস্থার বিজয় ফুল উৎসব

ইতালিতে প্রবাসীদের বিজয়ের ফুল উৎসব

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রত্যয় নিয়ে প্রবাসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য মহিলা সংস্থা ইতালি বিজয় ফুল উৎসবের আয়োজন করেছে। ৯ ডিসেম্বর রাজধানী রোমের রসই রেস্টুরেন্টে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রওশন আরা মুন্নি, সহ-সাধারণ সম্পাদক শারমিন জাহান সুবর্ণা, শারমিন ইসলাম পায়েল, জাকিয়া উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সূচি আক্তার, দফতর সম্পাদক রেহানা আক্তার রেনু, প্রচার সম্পাদক ফারিয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক নিশাত সিদ্দিকা পাপড়ীসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের পাঁচটি মৌলিক চাহিদার প্রতীকসহ আমাদের গৌরব একাত্তরের বিজয়গাঁথা নিয়ে ইতালিতে বিজয় ফুলের এই আয়োজন। মুক্তিযুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় রক্তাক্ত সংগ্রাম ও আত্মত্যাগের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাসকে সঠিকভাবে সকলের কাছে তুলে ধরা এই কর্মসূচির উদ্দেশ্য।