বড় এনজিওগুলোতে পাঁচভাগ হিজড়াকর্মী বাধ্যতামূলক করা হবে: এনজিও ব্যুরো

গোলটেবিল বৈঠক২০২০ সাল থেকে হিজড়াদের চাকরি দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম। তিনি বলেন, ‘আগামী বছরে এনজিও ব্যুরোর প্রধান প্রায়োরিটি হবে হিজড়া ও ডিজঅ্যাবিলিটি ইস্যুকে অধিক গুরত্ব দিয়ে কাজ করা। দেশের বড় এনজিওগুলোতে পাঁচভাগ হিজড়াকর্মী বাধ্যতামূলক করা হবে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এনজিও ব্যুরো কার্যালয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে হিজড়াবান্ধব প্রতিষ্ঠানগুলোর একটি ক্লাস্টার তৈরি করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন তিনি।

কে এম আব্দুস সালাম বলেন, ‘শুধু পাসপোর্টে হিজড়া লিঙ্গ সংযুক্ত করলেই হবে না, এই বিষয়ক আইনও সংশোধন করতে হবে। পাশাপাশি সরকারি সব ফরম, দলিল, দস্তাবেজে লিঙ্গ হিসেবে হিজড়া সংযুক্ত করতে হবে।’ ঢাকাসহ সারাদেশের হিজড়াদের সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ দেন তিনি।