ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপনঅস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ক্যানবেরায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের শুরুতে সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশন ও বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ হাইকমিশনার। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বাণী পাঠ করে শোনানো হয় অনুষ্ঠানে। বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সকালের পর্ব শেষ হয়।

ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপনসন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে বক্তব্য দেন হাইকমিশনার মো. সুফিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালিকুজ্জামানসহ ক্যানবেরায় বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশি।

স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভূমিকা ও পরোক্ষ অবদানসহ আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন হাইকমিশনার। এছাড়া মুক্তিযুদ্ধে উইলিয়াম অডারল্যান্ডসহ চার জন অস্ট্রেলীয় নাগরিকের বিশেষ অবদান তুলে ধরেন তিনি।

ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপনঅনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চৌধুরী খালিকুজ্জামান নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব ঘটনা প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে নতুন প্রজন্মকে আলোড়িত করে।

আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। ক্যানবেরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও হাইকমিশন পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠানে।