মাদক মামলায় কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র

কাউন্সিলর মঞ্জু (ফাইল ছবি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু ও তার গাড়িচালক সাজ্জাত হোসেন মালতের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগপত্র  (চার্জশিট) দিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর)ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়ার আদালতে এই অভিযোগপত্রটি (চার্জশিট) উপস্থাপন করা হয়।

বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করে বিচারের জন্য বদলির  আদেশ দেন। একই সঙ্গে মামলার নথি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম ) প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, ৩০ নভেম্বর আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় এ অভিযোগপত্র  (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বদরুল আলম।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। 

উল্লেখ্য, ১ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় কাউন্সিলর মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে তাকে আটক করে।