কুয়েতে বিজয় দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ



কুয়েতে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। যেখানেই বৃহত্তর সিলেটের অসহায় মানুষ, সেখানেই সংগঠনটি কাজ করছে বলে জানান সংগঠনের কুয়েত শাখার নেতারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়েত সিটির গুলশান হোটেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে সব শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

সংগঠনটির কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন জয়নালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী শফিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম, চুন্নু নাথ, শাহাব উদ্দিন, এস এম শাহাব উদ্দিন, বাবুল মিয়া, জয়নাল আবেদিন। বক্তব্য দেন আকলাকুজ্জামান মুন্না, শহিদুল হক তালুকদার, সুরুখ মিয়া, তাজু তালুকদার, সেবক আহমেদ, বেলাল আহমেদ, মুন্না পাল, আবুশীষ, তাজুল ইসলাম, তাজলুল তালুকদার।

আয়োজকেরা জানান, সিলেটের চার জেলা যথাক্রমে- মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সংগঠনটির কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।