‘শহরে ন্যূনতম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি’

১১১১১২২২২২২২২২২২২২২২২২২

ঢাকা শহরে ন্যূনতম কোনও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপনে নগরবাসীকে যে আহ্বান জানিয়েছিলাম, দেশীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে উৎসব উদযাপন করার জন্য, এখন পর্যন্ত এর কোনও ব্যত্যয় ঘটেনি। আশা করছি বাকি সময়গুলো নগরবাসী সুন্দরভাবে উদযাপন করবেন।’

এছাড়া সারাদেশে কোথাও কোনও খারাপ খবর নেই বলেও জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘দেশ শান্তিপূর্ণ রয়েছে, সুশৃঙ্খল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা খবর নিয়েছি, সর্বশেষ পরিস্থিতি ভালো। যে যেখানে উৎসব করছে, সবাই শান্তিপূর্ণভাবে করছে।’ 

৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের (২০২০) প্রথম প্রহরে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।  

এসময় ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর সব জায়গা ঘুরে দেখেছি। যেসব স্থানে নববর্ষ অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে।’

২২২২২২২২২২২২২২২২২২

অতিরিক্ত নিরাপত্তার কারণে উদযাপন ব্যাহত হচ্ছে কিনা−সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষ যাতে নিরাপদে আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য এই নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের আনন্দে বাধা দেওয়া জন্য না। আমাদের কালচারের সঙ্গে সংশ্লিষ্টতা রেখে অনুষ্ঠান করলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু খোলা জায়গায় উৎসব মেনে নেওয়া হবে না।’

ছবি: শেখ জাহাঙ্গীর আলম