ধর্ষণ মামলায় এসআই কারাগারে

কারাগারবিয়ের আশ্বাস ও ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আল ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন শেরেবাংলা নগর থানার  মামলায় তদন্ত কর্মকর্তা আসামি বাপ্পিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন এক তরুণী। পুলিশ ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসার পর অভিযুক্তের পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু বাদী অনড় থাকায় পুলিশ মামলাটি এজাহারভুক্ত করে।

বাদীর অভিযোগ, পাঁচ বছর ধরে বাপ্পির সঙ্গে তার সম্পর্ক। সম্পর্কের সূত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে না করার জন্য টালবাহানা করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তিনি আগারগাঁও এলাকার একটি বাসায় তাকে ডাকেন। সেখানে গেলে কিছু গোপন ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা