মুরগির খাঁচায় ফেনসিডিল পাচার, আটক ১

মুরগির খাঁচায় বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে এক মাদক কারবারি ধরা পড়েছে। এসময় মুরগি বহনকারী পিকআপ ও ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ করেন র‌্যাব সদস্যরা। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মাদক পাচারে জড়িত ব্যক্তির নাম জাহিদ হোসেন (২০)।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকার নূর ডিজেল পাম্পের সামনে থেকে জাহিদের পিকআপটি আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ওই পিকআপে থাকা স্টিলের মুরগির খাঁচার ভেতরে লুকানো অবস্থায় ২৩৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে উদ্ধার ফেনসিডিল এবং পাচার কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ জাহিদকে আটক করা হয়।

আটক জাহিদ হোসেনতিনি জানান, জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করে এর আগেও সে বেশ কয়েকবার ঢাকায় ফেনসিডিল নিয়ে এসেছিল। এবার মুরগির খাঁচায় করে ফেনসিডিল আনতে আলাদা চেম্বার তৈরি করে সে।

আটক আসামির বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।