‘দেশে অ্যাক্টিভ লার্নিং শুরু হয়ে গেছে’

এইচএম জহিরুল হকআমাদের দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন হাতেকলমে শিক্ষার প্রচলন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর এইচএম জহিরুল হক। তিনি বলেন, ‘ “অ্যাক্টিভ লার্নিং” এখন আর শুধু একটি শব্দ নয়। এটি এখন চর্চার মধ্যে চলে এসেছে। উচ্চশিক্ষায় অ্যাক্টিভ লার্নিং শুরু হয়ে গেছে।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান ও অ্যাকটিভ লার্নিং’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

বর্তমানে হাতেকলমে শিক্ষার প্রসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগে আমরা অ্যাক্টিভ লার্নিং শব্দটি জানতাম না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকটিভ লার্নিং চর্চা দারুণভাবে হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার এখন অনেক বাজেট দিচ্ছে, ল্যাব তৈরি করছে। অ্যাকটিভ লার্নিং চর্চা করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার তার জোগান সরকারও দিচ্ছে।’

এ প্রসঙ্গে ইউল্যাব উপাচার্য আরও বলেন, ‘আমাদের দেশে ধারণগত শিক্ষার যে প্রচলন ছিল, সেটা থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতার মাধ্যমে হাতেকলমে এবং গবেষণার মাধ্যমে শেখাকেই আমরা সাধারণত অ্যাকটিভ লার্নিং বলি। উচ্চশিক্ষার সঙ্গে অ্যাক্টিভ লার্নিং কথাটি সরাসরি সম্পৃক্ত। উদাহরণ দিয়ে বলি, আমাদের ইউল্যাবে একটি বিভাগ আছে, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম। সেখানে হাতেকলমে শিক্ষা দেওয়ার জন্য টেলিভিশন চ্যানেল আছে। যারা টিভি রিপোর্টিং শিখতে চায় তারা স্টুডিওতে কাজ করছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে পত্রিকা বের করা হয়, এতে শিক্ষার্থীরা রিপোর্ট লেখা শিখছে।’ 

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য আব্দুর রব এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।         

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।