আন্দোলনকারীরা জানান, বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা এবং সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করে সংবিধান পরিপন্থী কাজ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ হল ছাত্র সংসদের বহিরাঙ্গণ ক্রিড়া সম্পাদক অর্নব হোড় জানান, বুধবার দুপুর ১২টার মধ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা না এলে পরবর্তীতে লাগাতার আন্দোলন চলবে। সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ ঘোষণা করে সংবিধান পরিপন্থী কাজ করায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করছি।
বিক্ষোভ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। হিন্দু-মুসলিম ভাই ভাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দেন তারা।
সরস্বতী পূজার দিন সিটি করপোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় তা পরিবর্তনের দাবি জানায় ডাকসুসহ বিভিন্ন সংগঠন। একই দাবিতে ঢাবি শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিও পালন করে। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়। মঙ্গলবার হাইকোর্ট রিট খারিজ করে দিলে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।