ওয়েবসাইট হ্যাকার গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিওয়েবসাইট হ্যাক করার অভিযোগে মোক্তার হোসেন বাবু (২১) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিএমপি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, ২০১৯ সালের ২২ ডিসেম্বর bissoy.com নামের বাংলাদেশি একটি ওয়েবসাইট হ্যাকড হয়। হ্যাকিংয়ের ঘটনায় গত রবিবার (১২ জানুয়ারি) পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

তিনি জানান, এই মামলার পরিপ্রেক্ষিতে পল্লবীর বানরটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে হ্যাকড হওয়া সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।