তুরস্কে নিহত চার বাংলাদেশির মৃতদেহ আসবে শুক্রবার


data=tHA5fsv5fpOQ2zozgMOJjetKzofv9izGLSy-sicES-IIZkJa74scWDoussiPlTmoTIoD4Si3F7cAS8KE41ghHVWyiiSZ8Q59NSTtqYu7QT1xtONLDacvjRV5GAN62SlztCUvxnvftoWk9X52vH1dHsWyX7aVRZWXazxNJzRk9MSz28oO_v3LNtQNuEGW0pjRjF3cRKWFiuGyAlQNEK

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া চার বাংলাদেশির মৃতদেহ আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসবে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

মৃত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মাদ আলাল মিয়া, মোহাম্মাদ মিজানুর রহমান, মোহাম্মাদ সৈয়দ ফয়সাল আহমেদ ও চৌধুরি ইউশা ওসমানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় সাত জনের মৃত্যু হয়। এরমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হলে স্থানীয় প্রশাসন ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে।

পরদিনই দূতাবাস দুর্ঘটনাস্থলে একটি দল পাঠায়। স্থানটি তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় ১৫শ’ কিলোমিটার দূরে এবং খুবই দুর্গম ও তুষারময়।

ওই ঘটনায় ১১ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়, যারা বর্তমানে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন। দূতাবাস আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নেন এবং ভান হ্রদে সংঘটিত নৌকাডুবির বিস্তারিত অবহিত হয়।

এছাড়াও মৃত চার জন বাংলাদেশির আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়।