চাকরি ফেরতের দাবি‌তে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

 

IMG_20200118_121806ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেডের ১২১ জন শ্রমিকের চাকরি পুনর্বহাল অথবা আইন অনুযায়ী তাদের পাওনা পরিশাধের দাবি জা‌নি‌য়ে‌ছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শ‌নিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ সমাবেশ এই দা‌বি জানানো হয়।

সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন অভিযোগ করেন, ‘আশুলিয়ার জামগড়ায় অবস্থিত বেঙ্গল গ্রুপের ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেডে ১৮শ’ শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছে। গত অক্টোবর মাস থেকে কারখানায় বাত্সরিক অর্জিত ছুটির টাকা না দেওয়া, জোরপূর্বক নাইট ডিউটি করানো, টিফিন বন্ধসহ নানা অনিয়ম শুরু হয়। শ্রমিকরা এই বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করে। অন্যদিকে দাবি না মেনে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে গত ডিসেম্বরে ১২১ জন শ্রমিককে কারখানার কাজ থেকে বিরত রাখে। তাদের ক্ষতিপূরণ তো দূরের কথা, বকেয়া বেতন ভাতাও পরিশেধে করা হয়নি।’

সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন, ইউফোরিয়া এ্যাপারেলসের শ্রমিক সুজন, মনোয়ারুল ইসলাম, আফরোজা ও ঝর্ণা উপস্থিত ছিলেন।