ভোট পেছানোর সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল: তাবিথ

তাবিথ আউয়ালসরস্বতী পূজার কারণে ভোট পেছানোর সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। জনগণের দাবিতে ইসি ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি আগেই নেওয়া উচিত ছিল।’

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাবিথ বলেন, ‘২২ ডিসেম্বর নির্বাচন কমিশন যখন তফসিল দেয়, তখনই আমরা বলেছিলাম তারিখটি বিতর্ক সৃষ্টি করবে। এই তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এর জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ। ইসি কোনও কিছুই আমলে নেয়নি। এখন ওনারা বিভিন্ন চাপের মুখে বাধ্য হয়েছেন নির্বাচনের তারিখ পেছাতে।’

তাবিথ আরও বলেন, ‘আগে সিদ্ধান্ত না নিয়ে ইসি তার ব্যর্থতা, অযোগ্যতার প্রমাণ দিয়েছে। নির্বাচন দুদিন পরে হলে আমাদের সমস্যা নেই। আমরা অপেক্ষায় ছিলাম সবাইকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার রক্ষা করার। ১ ফেব্রুয়ারি এর জন্য আমরা প্রস্তুত থাকবো।’