হাতিরঝিল থেকেও সুন্দর হবে বেরাইদ: আতিক

01ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘কষ্ট করে হাতিরঝিল যাওয়া লাগবে না, বেরাইদ হবে হতিরঝিলের থেকেও সুন্দর। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আতিক বলেন, ‘গুলশান-বনানী থেকেও সুন্দর রাস্তা বেরাইদে করার পরিকল্পনা রয়েছে। নতুন এই ১৮টি ওয়ার্ডের জন্য চার হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ একনেকে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। হাতিরঝিলের খাল আগে দখল হয়ে গিয়েছিল। কিন্তু সবাই একসঙ্গে একটি নন্দিত হাতিরঝিল করেছে। এই ১০০ ফিটের আশেপাশে অনেক নন্দিত খাল আছে। সবাইকে সঙ্গে নিয়ে এই দখল করা খাল পুনরুদ্ধার করবোই।’
আতিক আরও বলেন, ‘এই ৪২ নম্বর ওয়ার্ডসহ নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নে নগর পরিকল্পনাবিদদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়, এলজিইডি’র সঙ্গে কথা হয়েছে। এই এলাকার প্রতিটি রাস্তা চওড়া হবে, ড্রেন হবে, রাস্তায় বাতি থাকবে। কথা দিচ্ছি, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকা গুলশান-বনানী থেকে উন্নত হবে।’
তিনি বলেন, ‘আমার আগের নির্বাচনের প্রচারণার সময় এই এলাকায় এসেছিলাম। তখন ১০০ ফিট রাস্তা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। মানুষদের কী দুর্ভোগ হতো, সেটি দেখেছি। বিগত নয় মাসে এখানকার রাস্তার অবস্থা এখন আগের যেকোনও সময়ের চেয়ে ভালো।’