দেশে বিচারহীনতার সংস্কৃতি এখন গত: আইনমন্ত্রী

নিজ মন্ত্রণালয়ে পাবনা জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। (ছবি: পিআইডি)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দীর্ঘসময় পরের দুটি বিচারের রায়ে আবারও প্রমাণিত হয়েছে, অপরাধীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়-তাদের যতই ক্ষমতা থাকুক। ১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘিতে আওয়ামী লীগের জনসভায় ২৪ জনকে গুলি করে হত্যা ও ২০০১ সালে ঢাকায় সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জনকে হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে পাবনা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের হাতে সমিতির বই-পুস্তক ক্রয় বাবদ ৩০ লাখ টাকার অনুদানের মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে প্রত্যেকটা অপরাধের, প্রত্যেকটা অন্যায়ের আইনিভাবে বিচার হবে। তিনি বলেন, দীর্ঘদিন দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল। কিন্তু বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি এখন গত হয়েছে। 

তিনি বলেন, সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কেউ কিছুদিনের জন্য আইনের ঊর্ধ্বে আছেন বলে একটা “ইলিউশন” বা ভ্রান্ত ধারণার মধ্যে থাকতে পারেন। কিন্তু অপরাধীদেরকে শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত এবং তিনি সাজা ভোগ করছেন। তার জামিনের আবেদন সর্বোচ্চ আদালত নাকচ করে দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এটা নিয়ে এখন ভাবছে না। তিনি বলেন, এটা রাজনৈতিক মামলা নয়। কারণ মামলাটি দায়ের করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে নয়।