ঢাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা উচিত: হাইকোর্ট





হাইকোর্টবুড়িগঙ্গার তীরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধ কল-কারখানা গড়ে ওঠায় ঢাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গার পানি দূষণের বিষয়ে এক রিটের সম্পূরক আবেদনের শুনানিতে বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
বুড়িগঙ্গার দূষণ নিয়ে ওয়াসার এমডির আদালত অবমাননার বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।

এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে দায়ের হওয়া এক রিটের শুনানিতে ২০১১ সালে হাইকোর্টের এক রায়ে বুড়িগঙ্গার তীর থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া নদীর পানি যেন দূষিত না হয় সেজন্য সব ধরনের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে পুনরায় এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুড়িগঙ্গার তীরের ২৭টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

এদিকে মনজিল মোরসেদের আরেকটি সম্পূরক আবেদনের শুনানিতে বুড়িগঙ্গার তীরে অবৈধ সুয়ারেজ লাইন নিয়ে প্রতিবেদন দাখিলে ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ওয়াসার সুয়ারেজ লাইন নিয়ে দুই ধরনের প্রতিবেদন দাখিল করায় ওয়াসা এমডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছিল।