ঢাবির উর্দু বিভাগের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭-২৮ জানুয়ারি৷ ২৭ জানুয়ারি সকাল ১০টায় আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘একুশ শতকে উর্দু সাহিত্য’ শীর্ষক দুদিনব্যাপী তৃতীয় এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে৷

এ সম্মেলনের মুশায়েরায় বাংলাদেশ, ভারত, কানাডা, কাতার, মিশর, ইরান, জার্মানি, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, মরিশাসসহ বিভিন্ন দেশের গবেষক, অধ্যাপক ও কবি-সাহিত্যিকদের উপস্থিত থাকার কথা রয়েছে৷

সম্মেলনে সভাপতিত্ব করবেন ঢাবির উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশিদ আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– ভারত সরকারের এনসিপিইউএলের মহাপরিচালক ড. আকিল আহমদ, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন৷

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি হাইকেল হাশমী৷