সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

৫৫

নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড এলাকায় অবস্থিত সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের যেসব শ্রমিককে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবির কথা জানান সংগঠটির সভাপতি আমিরুল হক আমিন।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের শ্রমিকদের বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন করলে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শ্রমিকরা দরিদ্র। বেঁচে থাকার তাগিদেই তারা কাজ করে। তাদেরকে বিনা কারণে সাময়িক বরখাস্ত করা কোনোভাবেই কাম্য নয়।’[

তিনি বলেন, ‘অবিলম্বে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া শ্রমিকদের ওপর কোনও ধরনের নির্যাতন ও হয়রানি করা যাবে না।’

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিকসহ ওই গার্মেন্টসের কর্মীরা উপস্থিত ছিলেন।