লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা (ছবি-আইওএম) ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের মো. আকবর। চার বছর আগে ভাগ্য বদলাতে লিবিয়ায় গিয়েছিলেন। বেতন অল্প, কোনোভাবে নিজের চলার মতো অর্থ জোগাড় হতো। সবই মেনে নিয়েছিলেন তিনি। অন্তত নিজে চলতে পারতেন। যে কারখানায় আকবর কাজ করতেন, হঠাৎ বিমান হামলা হয় সেখানে। চার বাংলাদেশিসহ ১৩ জন মারা যান সেই হামলায়। সেই দফায় জীবন বাঁচলে আকবর ভাবেন আর এ দেশে নয়। অল্পের জন্য বেঁচে যাওয়া প্রাণ নিয়ে এবার নিজ দেশে ফিরবেন তিনি।

আকবরের মতো অনেকেই কেউ যুদ্ধাহত, কেউ কারাবন্দি এমন ১৪৮ জনকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) তাদের ভলান্টারি হিউম্যানিটেরিয়ান রিটার্ন (ভিএইচআর) কর্মসূচির মাধ্যমে লিবিয়া থেকে দেশে ফিরতে সাহায্য করেছে। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

এতে বলা হয়, অভিবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ একটি ভাড়া করা বিমানের ব্যবস্থা করে আইওএম। মঙ্গলবার লিবিয়ার মিসারত বিমানবন্দর থেকে রওনা দিয়ে আজ বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। ফিরে আসা অভিবাসীদের মধ্যে আছেন যুদ্ধে আহত, সমুদ্রপথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দি থাকা অভিবাসী।

ফিরে আসা এসব অভিবাসী সামাজিক সেবা, তাৎক্ষণিক সেবা, ফিরে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, স্বাস্থ্য পরীক্ষা এবং বাংলাদেশ সরকারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ সহায়তা পেয়েছেন। আগামীতে এই অভিবাসীদের অর্থনৈতিক সহযোগিতাও করবে আইওএম, যাতে তারা বাংলাদেশে আয় করে জীবন চালাতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইওএম’র বাংলাদেশের চিফ অব মিশন বলেন, ‘লিবিয়ায় প্রতিকূল অবস্থা অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ বাংলাদেশিদের সুরক্ষা ও সহায়তা দিতে সর্বদা আমরা তৎপর। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের তাৎক্ষণিক সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছি আমরা। একই সঙ্গে ফিরে আসা অভিবাসীদের দীর্ঘমেয়াদি সহযোগিতাও করবো আমরা।’