দুই সিটি নির্বাচনে ১০৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অপরাধ প্রতিরোধে ১০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমা নাহারের সই করা গত ২৬ জানুয়ারির আদেশে বলা হয়, প্রেষণে নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেবেন এবং বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল তিনটায় শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে অংশ নেবেন।