বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে হামলা: বিএনপির আট কর্মী কারাগারে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০

রাজধানী গোপীবাগে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির আট কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ।

বুধবার (২৯ জানুয়ারি)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন জামিল আহম্মেদ তুহিন, বিল্লাল হোসেন, সোহেল, ফারুক,  আকরাম হোসেন মুন্না,গোলাম মোহাম্মদ বুলবুল, রাব্বি ইসলাম ও আনোয়ার হোসেন।

বুধবার ওয়ারি থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জুলফিকার আলী পাঁচ আসামিকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন এবং মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে, একই তদন্ত কর্মকর্তা আসামি গোলাম মোহাম্মদ বুলবুল,রাব্বি ইসলাম ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে বুধবার আদালতে হাজির করেন এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আহসান হাবীব রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি দুপুরে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় রাতে ওয়ারী থানায় বিএনপির ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ৩৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকসুদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।