শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিএনসিসির ফল ঘোষণা

রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে রাজধানীর শেরে বাংলা নগরের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে।
এরই মধ্যে মিলনায়তনের সাজসজ্জার কাজ শেষ হয়েছে। ব্যানার টানানো হয়েছে, অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। দুই-একটি গণমাধ্যম (বেসরকারি টেলিভিশন চ্যানেল) কর্মীকে লাইভ সম্প্রচারের জন্য সেখানে যন্ত্রপাতি স্থাপন করতে দেখা গেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল কাউকে সেখানে দেখা যায়নি।
অস্থায়ী প্যান্ডেল তৈরির কাজ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল মাঠে তাবু টানিয়ে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানেও গোছগাছের কাজ চলছে। এই প্যান্ডেলে ভোটগ্রহণ শেষে নির্বাচন সামগ্রী ও ইভিএম এনে রাখা হবে। মাঠের প্রস্তুতির কাজ এবং নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় মাঠে নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিতি নেই বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে মাঠে উপস্থিত আছেন। তাদের গল্পগুজব করে অলস সময় কাটাতে গেছে।