এবি ব্যাংকের ম্যানেজারসহ দু’জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদকএবি ব্যাংকের ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ম্যানেজারসহ দুই জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন, এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ ইসহাক চৌধুরী ও লিজেন্ড হোল্ডিংসের মালিক সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের সভায় মামলা অনুমোদন হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, ২০১৪ সালের ৮ মে ০৬৬৭-১৪-০২-১০৪১৯ নম্বর এলসির মাধ্যমে অভিযুক্তরা ৭৫ দশমিক ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের স্ক্র্যাপ ভেসেল (পরিত্যক্ত জাহাজ) আমদানি করে। পরে আমদানি করা জাহাজ বিক্রি করে ব্যবসা করলেও এলসির টাকা পরিশোধ না করে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার আত্মসাৎ করেন। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ করেছেন।
টাকা আত্মসাতের বিষয়টি অনুসন্ধান করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।