সিটি নির্বাচনে সাংবাদিকের ওপর হামলা করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

444ঢাকার দুই সিটি নির্বাচনের দিন গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজী, দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নূরুল আলম জাহাঙ্গীর এবং দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক পাপনকে হেনস্তা করাসহ তাদের বিরুদ্ধে জিডি করায় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম শহিদুল ইসলাম খান রিয়াদ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।



ভোটের দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে জামিয়া অ্যারাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে ওই তিন সাংবাদিককে হেনস্তা করেন শহিদুল ইসলাম খান রিয়াদ।