ভালোবাসা দিবসে সবার জন্য লাল গোলাপ




ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয়, এই ধারণা পরিবর্তন করতে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লালগোলাপ বিতরণ করেছে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফুল বিতরণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক মো. রাজিব সরকার বলেন, ‘ভালোবাসা দিবস মানেই সবাই মনে করে, দিনটি শুধুই প্রেমিক-প্রেমিকার। এই ধারণার পরিবর্তন করতে আমাদের আন্দোলন। আমরা চাই ভালোবাসা দিবসে ভাই তার বোনের জন্য, ছেলে তার মায়ের জন্য, বাবা তার পরিবারের সবাইকে ভালোবাসার প্রতীক হিসেবে একটি করে লাল গোলাপ উপহার দিক। সেজন্যই সংগঠনের পক্ষ থেকে আমরা ভালোবাসা দিবসে মানুষকে সম্মান জানাতে সড়কে থাকা সবাইকে ফুল দিয়েছি।’

সমাবেশে সংগঠনটি কর্মীরা উপস্থিত ছিলেন।