‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুটি আধুনিক ফায়ার স্টেশন হবে’

‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (ইফসি) – ২০২০’ এর গোলটেবিল বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুটি আধুনিক ফায়ার স্টেশন তৈরি করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর । এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারের অনুমোদনও মিলেছে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (ইফসি) – ২০২০’ এর গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান। শনিবার ছিল মেলার শেষ দিন।

ডিজি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকবে। তবে আমরা তাদের সহযোগিতার জন্য বাইরে দুটি ফায়ার স্টেশন করবো। এজন্য আমরা অনুমোদনও পেয়েছি। এছাড়াও ওই এলাকায় এখন যে ফায়ার স্টেশন রয়েছে সেটিও থাকবে।

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে।