হটলাইন ১০৬-এ সমস্যা, প্রবাসীরা অভিযোগ জানাতে পারবেন বিকল্প নম্বরে

দুদক



প্রযুক্তিগত কারণে হটলাইন ১০৬-এ সমস্যা দেখা দিয়েছে। ফলে নম্বরটি ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জানাতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত দুদকের জনসংযোগ শাখার পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্যের মোবাইল ফোন নম্বরে (+৮৮০১৭১৬-৪৬৩২৭৬) দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জানাতে পারবেন তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন জানান, ‘কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়, প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারছেন না। প্রযুক্তিগত এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত দুদক পরিচালকের (জনসংযোগ) মোবাইল ফোন নম্বরে যেকোনও সময় প্রবাসী বাংলাদেশিরা তাদের অভিযোগ জানাতে পারবেন।’

কবে এ সমস্যার সমাধান হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কাজ চলছে। যত দ্রুত সম্ভব হটলাইনটি ব্যবহার উপযোগী করা হবে।