জার্মান সফরে নৌপ্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরাঙ্গজেব চৌধুরী

সরকারি সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরাঙ্গজেব চৌধুরী শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জার্মান সফরের সময় নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের (এমপিএ)  কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে এমপিএ দুটির নির্মাতা প্রতিষ্ঠান রুয়াগ অ্যারোস্পেসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি ওই নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুই জন কর্মকর্তাও রয়েছেন। সফর শেষে নৌপ্রধানের আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।