লন্ডনে ‘মুক্তিযুদ্ধে রেডিও’র প্রকাশনা উৎসব

‘মুক্তিযুদ্ধে রেডিও’ গ্রন্থের মোড়ক উন্মোচনে অতিথি ও লেখকরা১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে রেডিও’ প্রকাশিত হলো। এটি প্রকাশ করেছে স্বপ্ন ’৭১ ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন মুক্ত আসর। 
গত ২৮ ফেব্রুয়ারি বিকালে লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে ‘মুক্তিযুদ্ধে রেডিও’র মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী। বাংলাদেশের সব লাইব্রেরিতে পৌঁছানোর পাশাপাশি এমন তথ্যবহুল একটি বই ইংরেজি ভাষায় প্রকাশের ব্যবস্থা করে বিদেশে ছড়িয়ে দিতে আহ্বান জানান তিনি। 
‘মুক্তিযুদ্ধে রেডিও’ সম্পাদনা করেছেন আবু সাঈদ। ৪৬৪ পৃষ্ঠার এই গ্রন্থে রয়েছে ৭২ জন কথাশিল্পীর লেখা। তাদের মধ্যে ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেব সরকার ও বাংলাদেশি লেখক ইসলাম খান অংশ নেন প্রকাশনা উৎসবে।

অনুষ্ঠানে আরও ছিলেন সেন্টার ফর পলিসি, প্রমোশন অ্যান্ড প্রিভেনশনের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান এ চৌধুরী, ডকল্যান্ডস থিয়েটার ও পারফর্মিং আর্টসের চেয়ারম্যান ও আবৃত্তিশিল্পী স্মৃতি আজাদ, কবি ও সমাজকর্মী লিপি হালদার, নজরুল ইসলামসহ অনেকে।