ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের জামিন

হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও তাদের দুই মেয়ে শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করেন।

জানা যায়, আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

আদালতের দুদক জিআর শাখার সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।         

আসামিদের পক্ষে জামিন শুনানি করেন এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

এর আগে, আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করেন তারা।

গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হলেও মেয়েদের পৃথক মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে প্রায় পোনে ৭ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।