গ্যাসের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

অগ্নিদগ্ধনারায়ণগঞ্জের কাঁচপুরের একটি বাড়িতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভোর ৫টায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হন। তারা হলেন,  আশরাফুল আলম (৫০) ও স্ত্রী রোজিনা বেগম (৪০)। এদের মধ্যে আশরাফুলের শরীরের ৭৫ শতাংশ এবং রোজিনার ৫৭ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের গ্রামের বাড়ি রংপুর।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া একথা জানিয়েছেন।  

জানা গেছে, শনিবার ভোরে ৫ টার দিকে রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর জন্য দিয়াশলাই ধরানোর সঙ্গে সঙ্গে পুরা রান্না ঘরে আগুন ধরে যায়। চুলার গ্যাস আগে থেকেই ছেড়ে দেওয়া ছিল বা কোনোভাবে গ্যাস বের হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন সকাল সাড়ে ৯ টায়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।