৩১ মার্চ পর্যন্ত টিটিসি-আইএমটি’র প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা

 

বিএমইটি

জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) অধীনে সব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজির (আইএমটি) শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ ৩১ মার্চ পর্যন্ত জারি করা হয়েছে। বিএমইটি’র পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিএমইটি’র আওতাধীন আইএমটি ও টিটিসি’র সকল প্রকার শিক্ষা/প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএমইটি’র মহাপরিচালক মো. শামছুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার। আমরাও তাই সিদ্ধান্ত নিয়ে চিঠি দিয়ে দিয়েছি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য।