নতুন রূপে জোড়পুকুর মাঠ (ভিডিও)

নতুন রূপ পেয়েছে ঢাকার খিলগাঁও রেলগেট সংলগ্ন জোড়পুকুর মাঠ। শিশু-কিশোর ও নারী-পুরুষসহ স্থানীয় সব বয়সীদের চিত্তবিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জায়গা। দিনরাত সবশ্রেণির মানুষের আগমনে মাঠের পরিবেশ এখন থাকে আনন্দময়।

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠফুটবল খেলার উপযোগী করে সাজানো হয়েছে মাঠটি। চারদিকে ১৬ ফুট লোহার নেটের প্রাচীর। বোনা হয়েছে সবুজ ঘাস। এখানে দলবেঁধে খেলার আয়োজন করেন স্থানীয়রা। পাশেই নেটে ক্রিকেট প্র্যাকটিসের ব্যবস্থা আছে।

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠচারপাশে হাঁটার জন্য বিস্তীর্ণ ওয়াকওয়ে এবং বসার জন্য মার্বেল টাইলসের বেঞ্চ। বেঞ্চকে ঘিরে নানান প্রজাতির ফুল ও ফলের গাছ। ওয়াকওয়ের নিচে গভীর ড্রেনে বৃষ্টির পানি ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জমা হওয়া পানি ফিল্টারিংয়ের মাধ্যমে মাঠের ঘাসে ব্যবহার করবে সংশ্লিষ্টরা।

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠকিছুদিন আগেও মাঠের প্রবেশপথে ছিল মস্তবড় ময়লার উন্মুক্ত ডাস্টবিন। দুর্গন্ধে মাঠ সংলগ্ন গলি এড়িয়ে যাতায়াত করতে হতো স্থানীয়দের। আশপাশের বাসাবাড়িতে ভাড়াটিয়ারা দুর্ভোগ পোহাতেন। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যেতো। পাশের উন্মুক্ত জায়গায় ছিল সিএনজি লেগুনার স্ট্যান্ড। এখন আর সেই করুণ দশা নেই।

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠস্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোড়পুকুর মাঠের সামেন একটি ময়লার ডাস্টবিন ছিল। এই পথ দিয়ে আমরা হেঁটে যেতে পারতাম না। রাস্তাজুড়ে ছিল সিএনজি স্ট্যান্ড। এখন সেই মাঠ অনেক সুন্দর হয়ে গেছে। কখনও ভাবিনি এই মাঠ এভাবে সাজানো হবে। এখন দিনরাত মাঠে আসা যায়। আমরা আশা করি, মাঠের রক্ষণাবেক্ষণ যেন ভালোভাবে হয়।’

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠমাঠের এক কোণে তৈরি হচ্ছে শিশুদের জন্য আলাদা জোন। সোনামণিদের খেলার জন্য দোলনা ও সিঁড়িসহ বিভিন্ন উপকরণ থাকবে এতে। মাঠ সংলগ্ন একটি পাবলিক টয়লেট নির্মাণের পাশাপাশি রাখা হবে সিসি ক্যামেরা। রাতে রাখা হয়েছে পর্যাপ্ত আলো ও নিরাপত্তার ব্যবস্থা। ভেতরে ২৪টি ও বাইরে ২৪টি এলইডি লাইট বসিয়েছে ডিএসসিসি।

খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠএকপাশে আড্ডা দেওয়ার একটি কফি হাউজ। এর আয় দিয়ে মাঠ রক্ষণাবেক্ষণ করা হবে। পুরো মাঠ পরিচালনা করার জন্য স্থানীয়দের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে ডিএসসিসি। ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৪৭ মিটার প্রস্থ আয়তনের মাঠটি সংস্কারে ব্যয় হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকা।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় সাজানো হয়েছে জোড়পুকুর মাঠ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একসময় এই মাঠ ব্যবহারের অনুপযোগী ছিল। আমরা এটি বদলে দিতে কাজ করেছি। আরও কিছুটা কাজ বাকি। এ অবস্থায় জোড়পুকুর মাঠ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সবাই মাঠটি ব্যবহার করতে পারবেন।’
খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠছবি: প্রতিবেদক