মৃত্যু হলেই করোনার সংক্রমণ নয়: আইইডিসিআর






মীরজাদী সেব্রিনা ফ্লোরাসব মৃত্যুই করোনা সংক্রমণের কারণে নয় বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (২৪ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমে গতকাল দুই-একটি খবর গিয়েছিল সেটি পরিষ্কার করা প্রয়োজন। জনমনে একটা বিভ্রান্তি দেখছি যে, কোনও মৃত্যু হলেই আমরা তাকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বলে ভেবে নিচ্ছি। এতে সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা মৃত কয়েকজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছি, রেফারেন্স অনুযায়ী আমরা সব জায়গায় কিন্তু নমুনা পরীক্ষা করে দেখেছি, সেসব মৃত ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল না। একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, মৃত্যু হলেই কোভিড-১৯ এর সংক্রমণ নয়।

তিনি আরও বলেন, আমি আপনাদের মনে করাতে চাই এবং সতর্ক করতে চাই, এখন ডেঙ্গুর মৌসুম চলছে। এর সঙ্গে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ আছে। জ্বর হলেই আমরা যদি কোভিড-১৯ মনে করি সেক্ষেত্রে ডেঙ্গু এবং ইনফ্লুয়েঞ্জা রোগীদের আমরা বঞ্চিত করবো। সুতরাং জ্বর হলেই যেন আমরা কোভিড-১৯ না ভাবি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পরামর্শ দিচ্ছি।