গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন পরিশোধের আহ্বান বিএফইউজের

বিএফইউজেসারাদেশে করোনাভাইরাস সংক্রামিত হওয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান তারা। বিবৃতিতে নেতারা বলেন, ‘আমরা গভীর উৎকণ্ঠার সঙ্গে দেখছি যে, করোনার মতো ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়লেও ঢাকাসহ ঢাকার বাইরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এখনও নিরাপত্তাহীনতায় নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করছেন। চলমান সংকটময় পরিস্থিতিতেও গণমাধ্যম কর্মীদের নিজ নিজ কর্মস্থলে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থায় কোনও পরিবহন সরবরাহের ব্যবস্থা হচ্ছে না।’

নেতারা বলেন, ‘চলমান সংকটকালে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করলে সাংবাদিক সমাজ উপকৃত হবে।’

বিবৃতিতে নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠান মালিকদের এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের পিপিই সরবরাহ, পরিবহন সংকট নিশ্চিতসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানান।