করোনা পরীক্ষার কিট সংগ্রহে সরকারকে রিহ্যাবের অনুদান

রিহ্যাবকরোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (২৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এই সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এই ধাক্কা বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনও ধরনের কোনও দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সংকট মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

এই সময় রিহ্যাব প্রেসিডেন্ট সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান।