করোনাভাইরাস: সুবিধাবঞ্চিতদের পাশে ০২-০৪ গ্রুপ

91289998_2637879546339237_1981059931637284864_nবিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। যার কারণে বিপদগ্রস্ত আমরা সবাই। তবে এরমধ্যে বেশি বিপদে রয়েছে নিম্নআয়ের মানুষ। তাদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচ নামে ফেসবুক গ্রুপের সদস্যরা। বুধবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় খেটে খাওয়া এসব মানুষদের বিনামূল্যে ভোগ্যপণ্য বিতরণ করেছেন এই গ্রুপের সদস্যরা।
91412481_513945335945599_4779116449354481664_n০২-০৪ ব্যাচের সদস্য বাসু দেব সরকার ও মাহফুজ রেজা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাই এখন ঘরবন্দি। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তাই তাদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা চালাচ্ছি আমরা। আমরা তাদেরকে বিনামূল্যে চাল, ডাল ও তেল সরবরাহ করছি।’
91088308_816744298736964_7260710125910884352_nতারা আরও বলেন, আমাদের এই কাজের প্রতিপাদ্য বিষয় ‘করোনা জয়ের গল্প’। আর আমাদের কাজকে আমরা "মানবতার হাত" নাম দিয়েছি।এই মানবতা হাত, দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে মানুষের পাশে দাঁড়াবে বলে আশা করি।