নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদফতরের অভিযান

নিত্যপণ্যের বাজার (ছবি: ফোকাস বাংলা)নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাওরান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। শনিবার (২৮ মার্চ) সকালে অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর মোহাম্মাদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা না থাকায় একটি দোকানকে জরিমানা করা হয়। এসময় অন্যান্য আড়তদারদের তালিকা লাগানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে দেশের এই দুর্দিনে পণ্যবিক্রির মাধ্যমে মানুষের পাশে থাকায় দোকানদারকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। পাশাপাশি সবাইকে মাস্কসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানানো হয়। এসময় হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে করোনা সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেওয়া হয়।