করোনা: এক দিনের বেতন দান করলো রেল কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ রেলওয়েদেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণা করায় বিপাকে পড়েছে সাধারণ নিম্নবিত্ত মানুষেরা। তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) উপসচিব মীর আলমগীর হোসেন এক চিঠির মাধ্যমে ব্ষিয়টি জানান। রেল কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৮৭৯ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করা করেছেন।

ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সরকারি অফিসগুলো ৪ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য বলা হয়েছে। তাই সাধারণ খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ‌এক দিনের বেতন প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের।