করোনায় বস্তির জীবন (ফটোস্টোরি)

করোনা সংক্রমণ রোধে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তাদের বেশিরভাগই বাস করেন বস্তিতে। এখন কাটছে তাদের বন্দিজীবন। সীমানার ভেতরে সাংসারিক কাজ করেই দিন কাটছে তাদের। যাদের কাজ নেই তারা অলস সময় পার করছেন। তাছাড়া, এই বস্তিবাসীর হাতের কাছে রয়েছে সুরক্ষা সামগ্রীর অভাব। শিশুদের কাছে মাস্ক থাকলেও বেশিরভাগ মানুষের কাছেই তা নেই। বস্তিতে সামাজিক দূরত্ব নিয়ে আছে সচেতনতার অভাবও। রাজধানীর রায়েরবাজার এলাকার বারইখালী বস্তি থেকে ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন।

1 

2

4

3

5

6

7

8

9