পথশিশু ও ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার দিলো রেলওয়ে পুলিশ

এক শিশুকে খাবার দিচ্ছে পুলিশকরোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছুটি চলছে। ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। ঢাকার এমন চিত্র হয়তো কেউ কখনও দেখেননি। তবে থেমে নেই পুলিশের কর্মব্যস্ততা। নিজেদের দায়িত্ব পালনের পরও মানবতার সেবায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার দিয়েছেন রেলওয়ে পুলিশ।

সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে পথশিশু ও ছিন্নমূল মানুষখাবার পরিবেশনকালে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. মহসিন হোসেন এনডিসিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।